Militant News: বাংলায় কোথায় কোথায় ছড়িয়ে ABT-র জাল? জেরা করে জানতে চায় বেঙ্গল STF
ABP Ananda Live: খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুলকে হেফাজতে পেল বেঙ্গল STF। ৭ দিনের হেফাজত মঞ্জুর বহরমপুর আদালতের। বাংলায় কোথায় কোথায় ছড়িয়ে ABT-র জাল? তারিকুলকে জেরা করে জানতে চায় বেঙ্গল STF। বহরমপুর জেলে তারিকুলের সঙ্গে আলাপ ধৃত ABT জঙ্গি আব্বাসের। তারিকুলের থেকে জেলেই সন্ত্রাসের পাঠ নিয়েছিল আব্বাস, খবর সূত্রের। জেল থেকে বেরোনোর পরও তারিকুলের সঙ্গে দেখা করতে গেছিল আব্বাস আলি।
চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV:
এদিকে, চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্ত বেঙ্গালুরুর ৩ ও ৮ মাসের দুই শিশু। বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। ভারতে এটিই প্রথম HMPV সংক্রমণ। সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আমদাবাদেও। সেখানে আক্রান্ত ২ মাসের এক শিশু। ২০২৫ সালের গোড়া থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটানিউমো ।ভাইরাস নিয়ে চিকিৎসকরা বলছেন, এর উপসর্গ সাধারণ মরশুমি রোগের মতোই। নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, গায়ে র্যাশ বেরনো এর উপসর্গ। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।