এক্সপ্লোর
Advertisement
ভক্তদের দান করা তেলও বিক্রি করে দিতেন ধর্ষণে অভিযুক্ত দাতি মহারাজ!
শিষ্যাকে ধর্ষণ করার অভিযোগ ছাড়াও স্বঘোষিত গডম্যান দাতি মহারাজের বিরুদ্ধে শনিদেবের উদ্দেশে ভক্তদের দান করা তেলও সংগ্রহ করে বিক্রির অভিযোগ উঠল। এই গডম্যান অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, চক্রান্ত করা হচ্ছে। মেয়েটি ও তাঁর ভাইকে আশ্রমে রেখে গিয়েছিলেন তাঁদের বাবা। তিনি মেয়েটিকে পড়াশোনা করান। বিসিএ করার পর মেয়েটি এমসিএ-ও করেন। ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর গা ঢাকা দিয়ে থাকলেও, আজ তদন্তকারীদের মুখোমুখি হতে পারেন দাতি মহারাজ। তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
এই গডম্যানের এক শিষ্যা অভিযোগ করেন, দু’বছর আগে দিল্লির ফতেপুরী বেরি ও রাজস্থানের পালি আশ্রমে তাঁকে ধর্ষণ করা হয়। ভয় ও লজ্জায় তিনি এতদিন মুখ খোলেননি। দাতি মহারাজ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
শিষ্যাকে ধর্ষণ করার অভিযোগ ছাড়াও স্বঘোষিত গডম্যান দাতি মহারাজের বিরুদ্ধে শনিদেবের উদ্দেশে ভক্তদের দান করা তেলও সংগ্রহ করে বিক্রির অভিযোগ উঠল। এই গডম্যান অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, চক্রান্ত করা হচ্ছে। মেয়েটি ও তাঁর ভাইকে আশ্রমে রেখে গিয়েছিলেন তাঁদের বাবা। তিনি মেয়েটিকে পড়াশোনা করান। বিসিএ করার পর মেয়েটি এমসিএ-ও করেন। ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর গা ঢাকা দিয়ে থাকলেও, আজ তদন্তকারীদের মুখোমুখি হতে পারেন দাতি মহারাজ। তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
এই গডম্যানের এক শিষ্যা অভিযোগ করেন, দু’বছর আগে দিল্লির ফতেপুরী বেরি ও রাজস্থানের পালি আশ্রমে তাঁকে ধর্ষণ করা হয়। ভয় ও লজ্জায় তিনি এতদিন মুখ খোলেননি। দাতি মহারাজ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
এই গডম্যানের এক শিষ্যা অভিযোগ করেন, দু’বছর আগে দিল্লির ফতেপুরী বেরি ও রাজস্থানের পালি আশ্রমে তাঁকে ধর্ষণ করা হয়। ভয় ও লজ্জায় তিনি এতদিন মুখ খোলেননি। দাতি মহারাজ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement