এক্সপ্লোর
কমনওয়েলথ গেমসে ভারতকে ১২ নম্বর সোনা এনে দিলেন শ্যুটার শ্রেয়সী সিংহ, ফাইনালে মেরি কম
কমনওয়েলথ গেমসে ১২ নম্বর সোনা ভারতের, মোট পদক ২৪। ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে সোনা জিতলেন শ্রেয়সী সিংহ। ডাবল ট্র্যাপে ব্রোঞ্জ অঙ্কুর মিত্তলের। ৫০ মিটার পিস্তলে ব্রোঞ্জ ওম মিথারভালের। বক্সিংয়ে ৪৮ কেজি বিভাগের ফাইনালে মেরি কম।

কমনওয়েলথ গেমসে ১২ নম্বর সোনা ভারতের, মোট পদক ২৪। ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে সোনা জিতলেন শ্রেয়সী সিংহ। ডাবল ট্র্যাপে ব্রোঞ্জ অঙ্কুর মিত্তলের। ৫০ মিটার পিস্তলে ব্রোঞ্জ ওম মিথারভালের। বক্সিংয়ে ৪৮ কেজি বিভাগের ফাইনালে মেরি কম।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















