এক্সপ্লোর
মহেশতলায় তিন নম্বরে বামেরা, শমীক লাহিড়ির উল্টো পথে হেঁটে ‘ছাপ্পা ভোটের তত্ত্ব’ বিমান বসুর, কেরলের চেঙ্গান্নুর বিধানসভা কেন্দ্রে ভোট বাড়িয়ে জয় সিপিএম প্রার্থীর
মহেশতলায় দুই থেকে তিনে নামল বামেরা। শমীক লাহিড়ির উল্টো পথে হেঁটে ‘ছাপ্পা ভোটের তত্ত্ব’ খাড়া করলেন বিমান বসু। এখানে যখন বামেদের রক্তক্ষরণ অব্যাহত, তখন উল্টো ছবি কেরলে। সেখানকার চেঙ্গান্নুর বিধানসভা কেন্দ্রে ভোট বাড়িয়ে জিতলেন সিপিএম প্রার্থী।

মহেশতলায় দুই থেকে তিনে নামল বামেরা। শমীক লাহিড়ির উল্টো পথে হেঁটে ‘ছাপ্পা ভোটের তত্ত্ব’ খাড়া করলেন বিমান বসু। এখানে যখন বামেদের রক্তক্ষরণ অব্যাহত, তখন উল্টো ছবি কেরলে। সেখানকার চেঙ্গান্নুর বিধানসভা কেন্দ্রে ভোট বাড়িয়ে জিতলেন সিপিএম প্রার্থী।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















