এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
বর্ষায় জলমগ্ন রাস্তায় আটক লোকজনকে নিজের গাড়িতে লিফ্টের প্রস্তাবের জন্য জরিমানা যুবকের!
বর্ষায় জলমগ্ন রাস্তায় আটক লোকজনকে নিজের গাড়িতে লিফ্ট দেওয়ায় জরিমানা যুবকের! আসলে গত সপ্তাহের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছিল মুম্বইয়ের রাস্তাঘাট। রাস্তায় আটক কয়েকজনকে নিজের গাড়িতে লিফ্ট দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন নীতীন নায়ার নামে এক ব্যক্তি। গত সোমবার এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তাঁকে জরিমানা করা হয়েছে বলে দাবি করেছেন নীতীন। নিজের ফেসবুক পোস্টে নীতীন লিখেছেন, প্রয়োজনের সময় কয়েকজনকে সাহায্য করায় আইন অনুযায়ী তাঁর জরিমানা করা হয়েছে।
গত ১৮ মে অফিস যাওয়ার পথে এমন শিক্ষা নীতীন পেয়েছেন, যা অনেকেরই জানা নেই। একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মী নীতীন রাস্তায় জলে আটকে পড়া তিন ব্যক্তিকে নিজের গাড়িতে লিফ্ট দিতে চেয়েছিলেন।
এয়ারোলি সার্কেলের কাছে তিনি কয়েকজন গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে কয়েকজনকে দেখেন নীতীন। কারণ, বাসগুলি ছিল ভিড়ে ঠাসা, অনেক দেরীতে আসছিল। তাই তিনি এক প্রবীণ ব্যক্তি ও দুই আইটি কর্মীকে লিফ্ট দিতে চান। সেই সময় ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট এসে নীতীনের কাছে লাইসেন্স চান। একটা রসিদ লিখে তিনি নীতীনের লাইসেন্স নিয়ে বলে। ওই সার্জেন্ট জানান, অজানা লোকজনকে লিফ্ট দেওয়া বেআইনি।
পরের দিন নীতীনকে থানায় যেতে বলা হয়। সেখানে জরিমানা দিয়ে লাইসেন্স ফেরত নিতে বলা হয় তাঁকে।
পরের দিন থানায় গিয়ে তিনি জানতে পারেন, তাঁর বিরুদ্ধে মোটর ভেহিক্যাল আইন ১৯৯৮-এর ৬৬ (১) ধারায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। এই ধারায় তাঁকে এক বিচারকের কাছে গিয়ে ভুল স্বীকার করে জরিমানা দিয়ে লাইসেন্স ফেরত নিতে হয়। এরপর নীতীন এক আইনজীবীর কাছে জানতে পারেন যে, এ ধরনের আইন রয়েছে, যার আওতায় অজানা লোকজনকে লিফ্ট দেওয়া বেআইনি।
নীতীন এ ব্যাপারে ফেসবুকে তাঁর ক্ষোভ ব্যক্ত করে লিখেছেন, এমন অবস্থা হলে কেউ রাস্তায় বিপদে পড়লেও মুখ ফিরিয়ে থাকতে হয়।
বর্ষায় জলমগ্ন রাস্তায় আটক লোকজনকে নিজের গাড়িতে লিফ্ট দেওয়ায় জরিমানা যুবকের! আসলে গত সপ্তাহের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছিল মুম্বইয়ের রাস্তাঘাট। রাস্তায় আটক কয়েকজনকে নিজের গাড়িতে লিফ্ট দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন নীতীন নায়ার নামে এক ব্যক্তি। গত সোমবার এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তাঁকে জরিমানা করা হয়েছে বলে দাবি করেছেন নীতীন। নিজের ফেসবুক পোস্টে নীতীন লিখেছেন, প্রয়োজনের সময় কয়েকজনকে সাহায্য করায় আইন অনুযায়ী তাঁর জরিমানা করা হয়েছে।
গত ১৮ মে অফিস যাওয়ার পথে এমন শিক্ষা নীতীন পেয়েছেন, যা অনেকেরই জানা নেই। একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মী নীতীন রাস্তায় জলে আটকে পড়া তিন ব্যক্তিকে নিজের গাড়িতে লিফ্ট দিতে চেয়েছিলেন।
এয়ারোলি সার্কেলের কাছে তিনি কয়েকজন গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে কয়েকজনকে দেখেন নীতীন। কারণ, বাসগুলি ছিল ভিড়ে ঠাসা, অনেক দেরীতে আসছিল। তাই তিনি এক প্রবীণ ব্যক্তি ও দুই আইটি কর্মীকে লিফ্ট দিতে চান। সেই সময় ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট এসে নীতীনের কাছে লাইসেন্স চান। একটা রসিদ লিখে তিনি নীতীনের লাইসেন্স নিয়ে বলে। ওই সার্জেন্ট জানান, অজানা লোকজনকে লিফ্ট দেওয়া বেআইনি।
পরের দিন নীতীনকে থানায় যেতে বলা হয়। সেখানে জরিমানা দিয়ে লাইসেন্স ফেরত নিতে বলা হয় তাঁকে।
পরের দিন থানায় গিয়ে তিনি জানতে পারেন, তাঁর বিরুদ্ধে মোটর ভেহিক্যাল আইন ১৯৯৮-এর ৬৬ (১) ধারায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। এই ধারায় তাঁকে এক বিচারকের কাছে গিয়ে ভুল স্বীকার করে জরিমানা দিয়ে লাইসেন্স ফেরত নিতে হয়। এরপর নীতীন এক আইনজীবীর কাছে জানতে পারেন যে, এ ধরনের আইন রয়েছে, যার আওতায় অজানা লোকজনকে লিফ্ট দেওয়া বেআইনি।
নীতীন এ ব্যাপারে ফেসবুকে তাঁর ক্ষোভ ব্যক্ত করে লিখেছেন, এমন অবস্থা হলে কেউ রাস্তায় বিপদে পড়লেও মুখ ফিরিয়ে থাকতে হয়।
গত ১৮ মে অফিস যাওয়ার পথে এমন শিক্ষা নীতীন পেয়েছেন, যা অনেকেরই জানা নেই। একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মী নীতীন রাস্তায় জলে আটকে পড়া তিন ব্যক্তিকে নিজের গাড়িতে লিফ্ট দিতে চেয়েছিলেন।
এয়ারোলি সার্কেলের কাছে তিনি কয়েকজন গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে কয়েকজনকে দেখেন নীতীন। কারণ, বাসগুলি ছিল ভিড়ে ঠাসা, অনেক দেরীতে আসছিল। তাই তিনি এক প্রবীণ ব্যক্তি ও দুই আইটি কর্মীকে লিফ্ট দিতে চান। সেই সময় ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট এসে নীতীনের কাছে লাইসেন্স চান। একটা রসিদ লিখে তিনি নীতীনের লাইসেন্স নিয়ে বলে। ওই সার্জেন্ট জানান, অজানা লোকজনকে লিফ্ট দেওয়া বেআইনি।
পরের দিন নীতীনকে থানায় যেতে বলা হয়। সেখানে জরিমানা দিয়ে লাইসেন্স ফেরত নিতে বলা হয় তাঁকে।
পরের দিন থানায় গিয়ে তিনি জানতে পারেন, তাঁর বিরুদ্ধে মোটর ভেহিক্যাল আইন ১৯৯৮-এর ৬৬ (১) ধারায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। এই ধারায় তাঁকে এক বিচারকের কাছে গিয়ে ভুল স্বীকার করে জরিমানা দিয়ে লাইসেন্স ফেরত নিতে হয়। এরপর নীতীন এক আইনজীবীর কাছে জানতে পারেন যে, এ ধরনের আইন রয়েছে, যার আওতায় অজানা লোকজনকে লিফ্ট দেওয়া বেআইনি।
নীতীন এ ব্যাপারে ফেসবুকে তাঁর ক্ষোভ ব্যক্ত করে লিখেছেন, এমন অবস্থা হলে কেউ রাস্তায় বিপদে পড়লেও মুখ ফিরিয়ে থাকতে হয়।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement