এক্সপ্লোর
আধার-বিনা, আঁধারে পেনশন
কুষ্ঠ রোগে খসে গিয়েছে হাতের আঙুল। দিতে পারছেন না বায়োমেট্রিক তথ্য। আধার কার্ড না হওয়ায় pension বন্ধ অবসরপ্রাপ্ত ecl কর্মীর। আধার কার্ড ছাড়া কোনও কিছুই করা সম্ভব নয়, সাফ কথা ব্যাঙ্কের। ওপর মহলে জানানো হয়েছে, জানালেন এসডিও।

কুষ্ঠ রোগে খসে গিয়েছে হাতের আঙুল। দিতে পারছেন না বায়োমেট্রিক তথ্য। আধার কার্ড না হওয়ায় pension বন্ধ অবসরপ্রাপ্ত ecl কর্মীর। আধার কার্ড ছাড়া কোনও কিছুই করা সম্ভব নয়, সাফ কথা ব্যাঙ্কের। ওপর মহলে জানানো হয়েছে, জানালেন এসডিও।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















