![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
কংগ্রেস আমল শুধুই কেলেঙ্কারির, বিজেপির অধীনে দেশে উন্নতি হচ্ছে:রাকেশ সিংহ, বিজেপি সাংসদ
রাকেশ সিংহ, মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে বিজেপির সাংসদ পদে নির্বাচিত। সংসদে অনাস্থা প্রস্তাব চলা কালে বিজেপির হয়ে সওয়াল করেন তিনি। তাঁর দাবি, টিডিপির তোলা সমস্ত কেলেঙ্কারি কংগ্রেস আমলে ঘটেছে। তারপরই রাকেশ সিংহের প্রশ্ন, যখন কেলেঙ্কারিগুলো কংগ্রেস আমলের, তাহলে তাঁদের সঙ্গে দাঁড়িয়েই বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের নেপথ্যে যুক্তি কী? তারপরই গাঁধী পরিবারের কথা উল্লেখ করে তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকার সময় একের পর এক কেলেঙ্কারি ঘটেছে। বিজেপির অধীনে দেশ উন্নয়নের সাক্ষী থেকেছে।
![কংগ্রেস আমল শুধুই কেলেঙ্কারির, বিজেপির অধীনে দেশে উন্নতি হচ্ছে:রাকেশ সিংহ, বিজেপি সাংসদ কংগ্রেস আমল শুধুই কেলেঙ্কারির, বিজেপির অধীনে দেশে উন্নতি হচ্ছে:রাকেশ সিংহ, বিজেপি সাংসদ](https://vodcdn.abplive.com/2018/07/cd6a8ab0b1a80fdf5721ab741f3ffddc.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাকেশ সিংহ, মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে বিজেপির সাংসদ পদে নির্বাচিত। সংসদে অনাস্থা প্রস্তাব চলা কালে বিজেপির হয়ে সওয়াল করেন তিনি। তাঁর দাবি, টিডিপির তোলা সমস্ত কেলেঙ্কারি কংগ্রেস আমলে ঘটেছে। তারপরই রাকেশ সিংহের প্রশ্ন, যখন কেলেঙ্কারিগুলো কংগ্রেস আমলের, তাহলে তাঁদের সঙ্গে দাঁড়িয়েই বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের নেপথ্যে যুক্তি কী? তারপরই গাঁধী পরিবারের কথা উল্লেখ করে তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকার সময় একের পর এক কেলেঙ্কারি ঘটেছে। বিজেপির অধীনে দেশ উন্নয়নের সাক্ষী থেকেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)