প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ- জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷ প্রথমে পহণ্ডি৷ মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথে নিয়ে আসাকে স্থানীয় ভাষায় পহন্ডি বলে৷ পহণ্ডির পর তিন বিগ্রহকে ইতিমধ্যেই রথে তোলা হবে। প্রতিবারের মতো এবারও পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করবেন৷ এই রীতিকে বলা হয় ছেড়াপহরা৷ এরপর খিচুড়ি ভোগ খেয়ে দুপুর তিনটে নাগাদ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরী ছাড়াও দেশজুড়ে ধূমধামের সঙ্গে পালিত হচ্ছে রথযাত্রা৷
West Bengal News Live: অভীকের প্রত্যাবর্তন, প্রতিবাদে ৬ ডিসেম্বর স্বাস্থ্য ভবন অভিযানের ডাক
RG Kar Protest: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সূচনার দিনই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ডাক
Bangladesh News: এবার বাংলাদেশি পণ্য বর্জনের ডাক কলকাতায় !
Partha Chatterjee: জামিন চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত পার্থ, 'আপনার লজ্জিত হওয়া উচিত', বলল আদালত