সাফল্য পেতে গেলে সাফল্যের ওপর জোর দিতে হবে: মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী নদিয়ার ব্রতীন মণ্ডল
ফের মাধ্যমিকে জেলার জয়জয়কার। মেধা তালিকার প্রথম দশে ৫১ জনের মধ্যে কলকাতার মাত্র ১ জন। প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস। ৭০০-র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯৪। যুগ্মভাবে দ্বিতীয় আলিপুরদুয়ারের ফালাকাটা হাই স্কুলের শ্রেয়সী পাল ও কোচবিহারের ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানেও রয়েছে দুজন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ক্যামেলিয়া রায় ও নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ব্রতীন মণ্ডল। দুজনের প্রাপ্ত নম্বর ৬৮৯। চতুর্থ হয়েছে আলিপুরদুয়ারের বারোবিশা হাই স্কুলের অরিত্র সাহা। প্রাপ্ত নম্বর ৬৮৭। যুগ্মভাবে পঞ্চম হুগলি কলেজিয়েট স্কুলের সুকল্প দে ও মুর্শিদাবাদের কান্দি রাজা মণীন্দ্রচন্দ্র গার্লস হাই স্কুলের রুমানা সুলতানা। দুজনের প্রাপ্ত নম্বর ৬৮৬
All Shows






























