এক্সপ্লোর
Advertisement
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে চিৎপুরে গলা কেটে খুন গৃহবধূকে, গ্রেফতার প্রেমিক
চিত্পুরে খুন হওয়া গৃহবধূ রাধার সম্পর্কে নয়া তথ্য। ‘এক বছর আগে সোনাগাছিতে রাধার সঙ্গে আলাপ’।জেরায় জানিয়েছে চিত্পুরে খুনে অভিযুক্ত সঞ্জয়। আন্দামানে সম্পত্তি বেচে কলকাতায় চলে আসে সঞ্জয়। সম্পত্তি বেচে ২৭ লক্ষ টাকা পায় সঞ্জয়। সেইসময় রাধার সঙ্গে সম্পর্ক তৈরি হয় সঞ্জয়ের। ১০ থেকে ১২ লক্ষ টাকা খরচ হয় রাধার জন্য। জেরায় জানিয়েছে ধৃত সঞ্জয়, খবর পুলিশসূত্রে। নিষিদ্ধ পল্লি ছেড়ে বাপের বাড়ি ফিরে আসে রাধা। বাপের বাড়িতে নিয়মিত দেখা হতে শুরু করে রাধার সঙ্গে। ‘স্বামীকে দাদা বলে পরিচয় দিয়েছিল রাধা’। ‘স্বামী মারা গিয়েছে বলে জানিয়েছিল রাধা’। জেরায় কবুল করেছে সঞ্জয়, খবর পুলিশসূত্রে। সোনারপুরে গত জানুয়ারিতে বাড়িভাড়াও নেয় সঞ্জয়-রাধা। টাকা ফুরিয়ে আসছিল সঞ্জয়ের, বাড়ছিল অশান্তি
। রাধা তাকে এড়িয়ে যাচ্ছিল বলে দাবি সঞ্জয়ের। গতকাল স্বামী-মেয়ে ছিল না বাড়িতে। ফাঁকা বাড়িতে দু’জনের বচসা শুরু হয় দুজনের। রাধার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে সঞ্জয়। পরে ছুরি দিয়ে আঘাত করা হয় গলায়। খবর পুলিশসূত্রে।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in
চিত্পুরে খুন হওয়া গৃহবধূ রাধার সম্পর্কে নয়া তথ্য। ‘এক বছর আগে সোনাগাছিতে রাধার সঙ্গে আলাপ’।জেরায় জানিয়েছে চিত্পুরে খুনে অভিযুক্ত সঞ্জয়। আন্দামানে সম্পত্তি বেচে কলকাতায় চলে আসে সঞ্জয়। সম্পত্তি বেচে ২৭ লক্ষ টাকা পায় সঞ্জয়। সেইসময় রাধার সঙ্গে সম্পর্ক তৈরি হয় সঞ্জয়ের। ১০ থেকে ১২ লক্ষ টাকা খরচ হয় রাধার জন্য। জেরায় জানিয়েছে ধৃত সঞ্জয়, খবর পুলিশসূত্রে। নিষিদ্ধ পল্লি ছেড়ে বাপের বাড়ি ফিরে আসে রাধা। বাপের বাড়িতে নিয়মিত দেখা হতে শুরু করে রাধার সঙ্গে। ‘স্বামীকে দাদা বলে পরিচয় দিয়েছিল রাধা’। ‘স্বামী মারা গিয়েছে বলে জানিয়েছিল রাধা’। জেরায় কবুল করেছে সঞ্জয়, খবর পুলিশসূত্রে। সোনারপুরে গত জানুয়ারিতে বাড়িভাড়াও নেয় সঞ্জয়-রাধা। টাকা ফুরিয়ে আসছিল সঞ্জয়ের, বাড়ছিল অশান্তি
। রাধা তাকে এড়িয়ে যাচ্ছিল বলে দাবি সঞ্জয়ের। গতকাল স্বামী-মেয়ে ছিল না বাড়িতে। ফাঁকা বাড়িতে দু’জনের বচসা শুরু হয় দুজনের। রাধার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে সঞ্জয়। পরে ছুরি দিয়ে আঘাত করা হয় গলায়। খবর পুলিশসূত্রে।
। রাধা তাকে এড়িয়ে যাচ্ছিল বলে দাবি সঞ্জয়ের। গতকাল স্বামী-মেয়ে ছিল না বাড়িতে। ফাঁকা বাড়িতে দু’জনের বচসা শুরু হয় দুজনের। রাধার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে সঞ্জয়। পরে ছুরি দিয়ে আঘাত করা হয় গলায়। খবর পুলিশসূত্রে।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
https://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement