Driving Documents: গাড়ি চালানোর সময় অবশ্যই কী কী ডকুমেন্টস আপনার সঙ্গে রাখবেন ? জেনে নিন
ABP Ananda live: আপনি কি গাড়ি চালান ? তাহলে আপনার অবশ্যই জানা দরকার যে গাড়ি চালানোর সময় কী কী ডকুমেন্টস আপনার সঙ্গে থাকা উচিত ? যদি আপনার কাছে নন-ট্রান্সপোর্ট ভেহিকেল থাকে তাহলে আপনার কাছে কী ধরণের ডকুমেন্টস থাকা দরকার আর যদি ট্রান্সপোর্ট ভেহিকেল থাকে তাহলে কী ধরণের ডকুমেন্টস থাকা প্রয়োজন ? সেই সঙ্গে আপনার এটাও জেনে রাখা দরকার ডকুমেন্ট গুলি কী ফর্মে অর্থাৎ কীভাবে কী পদ্ধতি অনুযায়ী আপনার কাছে থাকা উচিত। যদি কোন কারণে আপনার কাছে ফিজিক্যালি ডকুমেন্ট গুলি না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন ? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে এই ভিডিওটি । গাড়ি চালানোর সময় কোন আইন ভঙ্গ করবেন না। আইন অনুযায়ী নির্দিষ্ট গতিতে গাড়ি চালান। গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট পড়ুন। টু হুইলার চালানোর সময় অবশ্যই হেলমেট পড়ুন। কখনোই ড্রিংক এন্ড ড্রাইভ করবেন না। রাস্তায় সিগন্যাল ব্রেক করবেন না। নিজে সুরক্ষিত থাকুন ও অন্যকেও সুরক্ষিত রাখুন।