Bangladesh : অশান্ত পরিস্থিতিতে ক্ষতির মুখে বাংলাদেশের পোশাক শিল্প, প্রস্তুতি পর্বে তোড়জোড় কলকাতার
ABP Ananda LIVE : বাংলাদেশে অশান্ত পরিস্থিতি ব্যাপকভাবে আঘাত করেছে সেদেশের পোশাক শিল্পকে। ভারতীয় পোশাক শিল্পের সঙ্গে জড়িত উদ্যোগপতিরা মনে করছেন, ঢাকার বর্তমান পরিস্থিতি, কলকাতার জন্য এখন এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
বাংলাদেশে অশান্ত পরিস্থিতির আঁচ এসে পড়েছে সেদেশের পোশাক শিল্পেও। টান পড়েছে উৎপাদন ও যোগানে...পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে বাংলাদেশ থেকে পোশাক শিল্পে রফতানির অংকটা ছিল ৪.০২ লক্ষ কোটি টাকা। গত বছর জুলাই মাস থেকে সেই গ্রাফ অনেকটাই নেমেছে। যার জেরে আন্তর্জাতিক সংস্থাগুলি এখন বিকল্প বাজারের সন্ধানে নেমেছে। এই পরিস্থিতিতে কলকাতার পোশাক ব্যবসায়ীরাও সুযোগ কাজে লাগাতে তৎপর। বেঙ্গল হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সচিব, প্রদীপ অরোরা বলছেন, 'লুধিয়ানা, সুরাট, জয়পুর, ওদের এক্সপার্টি আর আমাদের এক্সপারটি আলাদা। হোসিয়ারিতে আমরা এক নম্বর। বাংলাদেশের যে পরিস্থিতি তাতে এখানে বড় কোম্পানিকে আসতেই হবে। অর্ডার আসতে শুরু করেছে। আমাদের পরিকাঠামো বাড়ানো হচ্ছে। আমরা প্রস্তুত। এটা একটা সুযোগ।'