Bangladesh:হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হওয়ার মতো অবস্থা,ভারতে আসা আরওএক বাংলাদেশির মুখে আতঙ্কের কাহিনী
ABP Ananda LIVE : হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে থেকে ভারতে আসা আরও এক সদস্যের মুখে আতঙ্কের কাহিনী। ভারত-বিদ্বেষ অব্যাহত। হিন্দুদের ওপর নিপীড়ন চলছে। সংখ্যালঘুদের নিশানা করে যে হিংসা হয়েছে, বুধবার তা মেনে নিয়েছে বাংলাদেশ সরকারও। সরকারিভাবে জানানো হয়েছে, অক্টোবর মাসে সংখ্যালঘুদের নিশানা করে হিংসার ঘটনায় ধৃত ৭০। ৮৮টি মামলা দায়ের হয়েছে। তার মাঝেই আগরতলা অভিযানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ৩টি সংগঠন। বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে আখাউড়া সীমান্তে। নজরদারিতে রাজ্য পুলিশ, বিএসএফ ও সিআরপিএফ।
ইসকনের ভক্ত হওয়াটাই যেন বাংলাদেশে অপরাধ! বাংলাদেশে অত্যাচারের ভয়ে পালিয়ে এল এক নাবালিকা। বাংলাদেশের পঞ্চগড় জেলায় বসবাসকারী নাবালিকার পরিবার। ইসকনের ভক্ত হওয়ায় পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছিল মৌলবাদীরা। বাবা-মা অসুস্থ, তবু প্রাণভয়ে পালাতে হয়েছে নাবালিকাকে। সীমান্ত পেরিয়ে জলপাইগুড়ির বেলাকোবায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পলাতক নাবালিকা। সীমান্ত পেরিয়ে আসার আগেই বিএসএফের হাতে আটক নাবালিকা। নাবালিকার ভারতীয় আত্মীয়কে ডেকে এনে জিজ্ঞাসাবাদ পুলিশের। জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। আজ নাবালিকাকে আদালতে পেশ করা হবে।