Bangladesh News : ত্রাসের বাংলাদেশে ফের হিন্দুর উপর হামলা। মন্দিরে লুঠপাটের পর প্রাণ গেল পুরোহিতের
ABP Ananda LIVE : ত্রাসের বাংলাদেশে ফের হিন্দু হত্যা। নাটোরের শ্মশানকালী মন্দিরে লুঠপাটের পর পুরোহিত খুন। অনেক হয়েছে, আর নয়। কেন্দ্রের পদক্ষেপ দাবি রাধারমণের।
আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি। পৌষের কৃষ্ণাসপ্তমী তিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী সারদাদেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে। আর স্বামী বিবেকানন্দ তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান।
আজ সকাল থেকেই জয়রামবাটি মাতৃমন্দিরে উৎসবের মেজাজ। ভোরে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়। শোভাযাত্রা সহকারে মাতৃমন্দির থেকে শুরু হয়ে প্রভাতফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে। ভিনরাজ্য থেকেও এদিন জয়রামবাটিতে এসেছেন ভক্তরা।
জয়রামবাটির পাশাপাশি বেলুড় মঠেও পালিত হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসছেন ভক্তরা। ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে জন্মতিথি উৎসবের সূচনা হয়।
পাশাপাশি, চলছে স্তবগান, ভজন, মাতৃসঙ্গীত। কীর্তন, গীতিনাট্য, বাউল গান ও ভজন-সহ নানা ধরনের অনুষ্ঠান রয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে। শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে আজ সারাদিন বেলুড় মঠ খোলা থাকবে।