(Source: ECI/ABP News/ABP Majha)
Adani Group: সিঙ্গাপুরে ‘Forbes Global CEO Conference’-এ ভারতের শিল্প সম্ভাবনার দিক তুলে ধরলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি
ভারতে এখন অফুরন্ত সুযোগ। অফুরন্ত সম্ভাবনা। ভারতের প্রকৃত উন্নয়নের গাথা সবেমাত্র শুরু হয়েছে। সিঙ্গাপুরে ‘Forbes Global CEO Conference’এ এভাবেই ভারতের শিল্প সম্ভাবনার দিক তুলে ধরলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। গত কয়েক বছরের আদানির গোষ্ঠী তার ব্যবসা নানা ক্ষেত্রে ছড়িয়েছে। বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ, সিমেন্ট, ডাটা সেন্টার-সহ সমস্ত বিভিন্ন এক্ষেত্র এখন আদানি গোষ্ঠীর রমরমা। নতুন প্রজন্মকে শিল্প-বাণিজ্যে উৎসাহিত করতে, সিঙ্গাপুরে ‘Forbes Global CEO Conference’এ গৌতম আদানি বলেন, আগামী দিনে ভারতে হাজার হাজার শিল্পোদ্যোগী তৈরি হবে। এদের মধ্যে অনেকে হয়ত সেভাবে সফল হবেন না, কিন্তু এই পথ চলার মধ্যে দিয়ে যে শিক্ষা তারা পাবে, তাতে ভারতে আগামী দিনে ইউনিকর্নের সংখ্যা বৃদ্ধির হার আরও গতি পাবে। বিশ্ব শিল্প মানচিত্রে ভারতের উত্থানের কথা তুলে ধরতে গিয়ে, চিনের প্রসঙ্গ তোলেন আদানি। বলেন, আগামী দিনে চিন আরও একঘরে হয়ে যাবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে জাতীয়তাবাদ ও জাত্যাভিমানের আবেগ বৃদ্ধি, সাপ্লাই চেনের ধারা পরিবর্তন ও প্রযুক্তিগত কারণেই, চিনের পিছিয়ে পড়ার সম্ভাবনা বলে মনে করছেন তিনি। গৌতম আদানি আরও বলেন, বিশ্বজোড়া টালমাটাল পরিস্থিতির জেরে ভারতের সামনে আরও সুবর্ণ সুযোগ এসেছে। কারণ, রাজনৈতিক, ভৌগোলিক ও বাজারের নিরিখে ভারত বিশ্বের সেই কতিপয় দেশগুলির মধ্যে একটি, যেখানে এখন অফুরন্ত অগ্রগতির সম্ভাবনা রয়েছে। নিজের গোষ্ঠীর ব্যবসার প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে তিনি বলেন, আদানি গোষ্ঠী এখন ভারতের সর্ববৃহৎ এয়ারপোর্ট অপারেটর।এরইসঙ্গে আদানি গোষ্ঠীই ভারতের বৃহত্তম বন্দর ও লজিস্টিক সংস্থা। দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট প্রস্তুতকারী সংস্থাও এখন আদানি গোষ্ঠীই।