Sare Sattai Saradin: বাজেটে মধ্যবিত্তের স্বস্তি, ৩ লক্ষের কম আয়ে কোনও কর নেই। ABP Ananda Live
Budget 2024: বাজেটে মধ্যবিত্তের কিছুটা স্বস্তি। নতুন কাঠামোয় ৩ লক্ষের কম আয়ে কোনও কর নেই। স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার। নতুন কাঠামোয় সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত লাভ। নতুন কর কাঠামোয় বাড়ল ছাড়ের ঊর্ধ্বসীমা। ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত ১০%। ১০ থেকে ১২ লক্ষে ১৫%। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। অপরিবর্তিত পুরনো কর কাঠামো। দীর্ঘ মেয়াদি ক্যাপিটাল গেনে বাড়ল সুদ। ফ্যামিলি পেনশনে ছাড় ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার। NPS-এ লগ্নির ঊর্ধ্বসীমা ১০ থেকে বেড়ে ১৪%। কর্ম সংস্থানের লক্ষ্যে পাঁচ বছরে ১ কোটি শিক্ষানবিশ নিয়োগ। নতুন চাকরিতে ঢুকলেই একমাসের বেতন পিএফে। সময়ে TDS না দিলে অপরাধ নয়, ঘোষণা সীতারমণের। দিশাহীন, গরিব বিরোধী বাজেট। বঞ্চিতই রইল বাংলা। ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছুই দিল না।একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট। মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। ABP Ananda Live