Budget 2024: 'পর্যটন কেন্দ্র হিসাবে নালন্দার উন্নতি করা হবে', বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
ABP Ananda LIVE: 'আমরা চেষ্টা করব সব ধর্মের, জাতির উন্নতির জন্য চেষ্টা করব'। ' নানা ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও ভারতীয় অর্থনীতির উন্নতির হার এখন অনেক উন্নত'। 'যে বিভিন্ন প্রকল্প আমরা ঘোষণা করেছি সেগুলি চলছে'। 'আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির ওপর জোর দেব'। ' আমরা দেখব যাতে কর্মসংস্থান তৈরি হয়, শ্রমিকদের দক্ষতা বাড়ে'। '১.৪ লক্ষ কোটি টাকা শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য বরাদ্দ করছি'। 'এর ফলে সারা দেশে উন্নতির আলো পৌঁছানো যায়'। 'এবারের বাজেটে ৯টি বিষয়ে জোর দেওয়া হচ্ছে'। 'কৃষি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, সামাজিক ন্যায়, শহরের উন্নতি, গবেষণা, পরবর্তী প্রজন্মের উন্নতি'। 'এই বাজেটে আমরা এই লক্ষ্যগুলিকে মাথায় রেখে কাজ করব'। ' কৃষিতে গবেষণার ওপর জোর দিচ্ছি যাতে উৎপাদশীলতা বাড়ে'। ' সরকার এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই এই গবেষণায় ওপর জোর দেওয়া হবে'। ' ৩২টি হর্টিকালচারাল শস্যের ওপর জোর দেওয়া হবে'। ' ১ কোটি কৃষককে ন্যাচরাল ফার্মিং-এ নিয়ে আসা হবে'। '১০ হাজার সেন্টার এরজন্য তৈরি হবে'। 'আমরা তৈলবীজ, সয়াবীন, চীনেবাদামে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করব'।
'কৃষকদের সমবায়ের দিকে নজর দেওয়া হবে'।