Swargaram: সরস্বতী পুজোর আগে মধ্যবিত্তের লক্ষ্মী লাভ। বাজেটে মধ্যবিত্তের জন্য বিশাল আয়কর ছাড় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মধ্য়বিত্তদের স্বস্তি। ১২ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। মধ্য়বিত্তদের স্বস্তি। ১২ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সাশ্রয়ের বাজেটে উচ্ছ্বসিত মধ্যবিত্ত। বার্ষিক ১২ লক্ষ আয়ে সাশ্রয় সাড়ে একাত্তর হাজার। ১৩ লক্ষে সাশ্রয় ২২ হাজার, ১৫ লক্ষে সাড়ে বত্রিশ হাজার। ২৫ লক্ষ বার্যিক আয়ে লক্ষাধিক টাকার সাশ্রয়। মধ্যবিত্ত থেকে প্রবীণ-বাজেটে দরাজ কেন্দ্র। জনতার বাজেট। দেশের স্বপ্নপূরণের বাজেট। বললেন প্রধানমন্ত্রী। বিমাক্ষেত্রে বাড়ল বিদেশি বিনিয়োগ। ৭৪ শতাংশ থেকে বেড়ে বিমায় FDI ১০০ শতাংশ করার প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ক্যান্সার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধ পুরোপুরি শুল্কমুক্ত। জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যানসার সেন্টার। দেশে আরও ২০০টি ডে কেয়ার ক্যানসার সেন্টার। ABP Ananda live






















