Term Insurance: টার্ম প্ল্যান করাবেন কেন? অন্য বিমার থেকে কোথায় আলাদা, কেন আলাদা
ABP Ananda LIVE: টার্ম ইনসিওরেন্স বা মেয়াদি বিমা জীবন বিমা পলিসির একটি অংশ। যা মৃত্যুর পরে পলিসিধারকের পরিবারকে বড় বিমা কভারেজ দিতে সাহায্য করে। আজকাল বাজারে এমন অনেক বিমা কোম্পানি রয়েছে,যারা মেয়াদি বিমা বা টার্ম ইনসিওরেন্স পলিসি বিক্রি করে। কিন্তু,অনেক সময় বোঝা যায় না যে টার্ম ইনসিওরেন্স কেনার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত। আপনি যদি টার্ম ইনসিওরেন্স কেনার পরিকল্পনা করে থাকেন,তাহলে কিছু বিষয় খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি মেয়াদি বিমার সম্পূর্ণ সুবিধা পাবেন ও এটি আপনার সব চাহিদা পূরণ করবে। মেয়াদি বিমা বা টার্ম ইনসিওরেন্স কেনার সময় আপনার পরিবারের প্রয়োজনের কথা মাথায় রাখুন। বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে মেয়াদি বিমা কিনুন। অনেকবার দেখা গেছে, কোনও ব্যক্তি মেয়াদি বিমা কিনলেও তা তাদের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়। টার্ম ইনসিওরেন্স সম্পর্কে বিশদে জানতে পুরো ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে ।
টার্ম ইনসিওরেন্স কেবল মাত্র একটি বীমা নয়, আপনার পরিবারের প্রতি ভালবাসার প্রতিচ্ছবি । চেষ্টা করুন আপনার সুবিধামতো টার্ম ইনসিওরেন্স প্ল্য়ান নিতে । ভাল থাকুন, সুস্থ থাকুন ।






















