Afgan Citizen Arrested: এর্নাকুলামে প্রতারণার অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার আফগানিস্তানের যুবক
কলকাতায় গ্রেফতার আফগানিস্তানের (Afganistan) যুবক। তাঁর বিরুদ্ধে কেরলে প্রতারণার অভিযোগ রয়েছে। কেরলে এর্নাকুলামে (Ernakulam) প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় যুবককে। ধৃতের নাম আব্বাস খান (Abbas Khan)। কয়েকদিন আগে কলকাতায় এসে প্রায় ছদ্মবেশে এই আফগান যুবককে গ্রেফতার করে কেরল পুলিশ। ২০১৮ সালে প্রথম কেরলে আসেন আব্বাস। এর্নাকুলামে জাহাজের কোম্পানিতে কাজ করার সময় তাঁর বিরুদ্ধে অনেক প্রতারণার অভিযোগ রয়েছে। এর পরেই আসামে পালিয়ে যায় এই আফগান নাগরিক। আসাম থেকে কলকাতায় এসে চাঁদনি চক এলাকায় ঘাঁটি গেড়েছিল আব্বাস। খবর পেয়ে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে এই ব্যক্তিকে গ্রেফতার করে কেরল পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাঁকে এর্নাকুলাম নিয়ে যাচ্ছে কেরল পুলিশ।






















