(Source: ECI/ABP News/ABP Majha)
Kaliachak Murder: কালিয়াচককাণ্ডে আসিফ সহ ধৃত ৩ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ
কালিয়াচকে পরিবারের চার জনকে খুনের অভিযোগে গ্রেফতার আসিফ মহম্মদকে জেরা করে তার দুই বন্ধুর বাড়ি থেকে প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আসিফ সহ ধৃত ৩ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মূল অভিযুক্ত আসিফের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ২ বন্ধুকে ৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে মালদা জেলা আদালত।
অন্যদিকে জানা গিয়েছে বাবার সম্পত্তি হাতাতেই গোটা পরিবারকে খুনের ছক। কালিয়াচককাণ্ডে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। ওই ঘটনায় ধৃত পরিবারের ছোট ছেলে আসিফ মহম্মদ-সহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ধৃতদের সঙ্গে অস্ত্র কারবারিদের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের দাবি, এখনও পর্যন্ত পরিবারের ছোট ছেলে আসিফ মহম্মদকেই মূল ষড়যন্ত্রী বলে মনে করা হচ্ছে। হত্যাকাণ্ডে আসিফের দুই বন্ধু ধৃত সাব্বির আলি ও মহম্মদ মাফুজের ভূমিকাও পুলিশের নজরে।
পুলিশের দাবি, আসিফ তার বাবার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছিল। কী কারণে অর্থ আদায়, তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত আসিফের কাছ থেকে মিলেছে ল্যাপটপ, বেশ কিছু পেন ড্রাইভ। কীভাবে ওই সমস্ত যন্ত্র ব্যবহার হতো, খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের আরও দাবি, জেরায় আসিফ খুনের কথা স্বীকার করছে। জেরায় সে জানিয়েছে, খুনের আগের দিন বাজারে গিয়ে সে প্রয়োজনীয় জিনিস কিনে আনে।