Fake IAS Update: দূরশিক্ষাতেও শেষ করেনি পড়াশোনা, মিথ্যের ভিতে নিজের পরিচয় গড়েছিল দেবাঞ্জন
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccine) ধৃত দেবাঞ্জন দেব (Debanjan Deb) সব জায়গাতেই নিজের সম্পর্কে মিথ্যে রটনা করেছে। তার পড়াশোনা শিয়ালদার টাকী হাউসে। এরপর চারুচন্দ্র কলেজে জুলজি নিয়ে পড়াশোনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্স নিয়ে পড়া শুরু করেও ছেড়ে দেয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডিসট্যান্ট এডুকেশনে পড়া শুরু করেও তা ছেড়ে দেয়। মিউজিক অ্যালব্যাম ও তথ্যচিত্রও তৈরি করেছিল দেবাঞ্জন। এ সবই জেরায় উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। মিউজিক অ্যালবাম ও তথ্যচিত্রও প্রকাশ করেছিল সে।
অন্যদিকে দেবাঞ্জন দেবের ট্যুইটার অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট ঘিরে বিতর্ক। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, থেকে দেবাশিস কুমার, শান্তনু সেন -- একাধিক তৃণমূল নেতা ও পুলিশকর্তার সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে দেবাঞ্জনকে। কিন্তু নাম উঠে আসা প্রত্যেকেই দাবি করেছেন তাঁরা চেনেন না দেবাঞ্জন দেবকে। এই নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন এক তৃণমূল নেতা।