Gariahat Twin Murder: কাঁকুলিয়া রোডে পেশাদারি কায়দায় খুন, খুনি সম্ভবত ডানহাতি, অনুমান তদন্তকারীদের | Bangla News
কাঁকুলিয়া রোডে জোড়া খুনের তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। কী ধরনের ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে, তার একটা আন্দাজ পেয়েছেন তদন্তকরীরা। পুলিশ সূত্রে দাবি, খুনের পর রক্তাক্ত ধারাল অস্ত্রটি আততায়ী পাশ বালিশের ওপর রেখে দেয়। সেই কারণে বালিশে তার ছাপ পড়েছে। পরে আততায়ীরা ধারাল অস্ত্রটি নিয়ে গেলেও, ওই ছাপ থেকে কী ধরনের অস্ত্র খুনে ব্যবহার করা হয়েছে, তার একটা আন্দাজ পেয়েছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, খুনের ধরন দেখে তদন্তকারীদের অনুমান, পেশাদারি কায়দায় খুন করা হয়েছে। খুনি সম্ভবত ডানহাতি। খুনের আগে আততায়ীদের সঙ্গে যে কর্পোরেট কর্তা ও তাঁর গাড়িচালকের ধস্তাধস্তি হয়েছিল, তার প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি।
গত রবিবার কাঁকুলিয়া রোডের বাড়িতে যাওয়ার আগে নিহত কর্পোরেট কর্তা মা ও স্ত্রীকে বলে গিয়েছিলেন, বাড়ি কিনতে এক আগ্রহীর সঙ্গে কথা বলতে যাচ্ছেন। জানা গেছে, নিহত সুবীর চাকী নগদ নিয়ে বেরোতেন না। কার্ড ব্যবহার করতেন। তাহলে খুনের মোটিভ কী? উত্তর খুঁজছেন গোয়েন্দারা।