Fake CBI Officer Arrest: CBI অফিসার পরিচয়ে 'প্রতারণা'য় গ্রেফতার শুভদীপের ৮ দিনের পুলিশ হেফাজত
গতকাল দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে ভুয়ো সিবিআই (Fake CBI Officer) অফিসার শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে (Subhadeep Banerjee) গ্রেফতার করে হাওড়ার জগাছা থানার পুলিশ। আজ অভিযুক্তকে নিয়ে আসা হয় হাওড়ায়। আজই তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে ১২ দিনের হেফাজতের জন্য আবেদন করেন সরকারপক্ষের আইনজীবী। দুই পক্ষের কথা শুনে এবং শুভদীপের বিরুদ্ধে থাকা চাঞ্চল্যকর অভিযোগগুলি বিচার করে বিচারপতি তাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে শুভদীপের আইনজীবী বলেন, ‘শুভদীপের স্ত্রী এতো দিন পর কেন অভিযোগ করলেন, এতদিন কেন তার সঙ্গে সংসার করলেন সেই প্রশ্ন করেছি আমরা। ডিভোর্স ফাইল করার পর শুভদীপের স্ত্রী ৯ লক্ষ টাকা নিয়েছেন। লালনের নামে উনি মিথ্যা কথা বলছেন।’
![Newtown News: টোটোচালকের হাতে এক স্কুলছাত্রীর মর্মান্তিক পরিণতি, প্রশ্ন নিরাপত্তার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/12/2d305d1a37125f3d6923df3d43b920da1739325981213535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)