(Source: ECI/ABP News/ABP Majha)
৭টায় বাংলা (Seg 2): বারাসাতে মতুয়াদের পুণ্যার্থী বোঝাই বাসে 'হামলা', আন্দোলনের হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের।Bangla News
Matua:বারাসাতে যশোর রোডের উপর মতুয়াদের পুণ্যার্থী বোঝাই বাসে হামলার অভিযোগ। ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার, বনগাঁর ঠাকুরনগরে যাওয়ার পথে মতুয়াদের পুণ্যার্থী বোঝাই বাসে হামলার ঘটনা ঘটে। বাসে ভাঙচুর চালানো হয়। মারধর করা হয় মতুয়া পুণ্যার্থীদের। হামলার ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই প্রতিবাদে আজ হাবড়া স্টেশনে প্রতীকী অবরোধ করে মতুয়ারা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
Jagdeep Dhankar: অসুস্থ রাজ্যপাল, গেলেন না মতুয়াদের বারুণী মেলায়। পথেই কৈখালির কাছে অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল। মাঝপথ থেকেই গাড়ি ঘুরিয়ে রাজভবনে ফিরলেন জগদীপ ধনকড়। রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালের সুস্থতা কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, "তাঁর চিকিৎসার জন্য সব রকম সরকারি সাহায্য করা হবে।"