Partha Chatterjee: টাকার পাহাড়, যকের ধন! চোখ কপালে উঠেছিল বঙ্গবাসীর, পার্থ-অর্পিতার জেলযাত্রার ১ বছর পার
Recruitment Scam :২০২২-এর ২৩ জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। ২১ জুলাইয়ের সভার পরের দিন, নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি-র অফিসাররা। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তাঁর বান্ধবী অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫০ কোটি টাকার বেশি নগদ ও কোটি কোটি টাকার সোনার গয়না উদ্ধার করে ইডি। গতবছরের এই দিনেই রাজ্যবাসী দেখেছিল ফ্ল্যাটে কোটি কোটি টাকা। সেই টাকা উদ্ধারে নিয়ে আসা হয় ট্রাঙ্কে। সেই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা।



















