Abhishek Banerjee: 'ডায়মন্ড হারবার মডেল নিয়ে অনেকে ঠাট্টা করেছিল', কাকে আক্রমণ অভিষেকের ?
ABP Ananda LIVE: 'ডায়মন্ড হারবার মডেল নিয়ে অনেকে ঠাট্টা করেছিল' । 'যারা কুৎসা করছে, তাদের কাজ কুৎসা করা' । 'সব রেকর্ড ভেঙে ৭ লক্ষ ভোটে মানুষ আমাকে জিতিয়েছে' । 'অনেক বছর ধরে ED-CBI-এর সঙ্গে লড়াই করছি' । 'ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র', মন্তব্য অভিষেকের
আরও খবর...
হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'এটা বাংলার মানুষেরই বড় জয়। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের, যারা জেহাদি, মৌলবাদী এবং পুলিশের দ্বারা আক্রান্ত। এটা মমতা সরকারের জন্য বড় থাপ্পড়। এটা রাজীব কুমারের জন্যও বড় থাপ্পড়।'
ওয়াকফ আইনের প্রতিবাদে বিশৃঙ্খলা সামলাতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাই কোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। শনিবার বিকেল ৪.৩০ নাগাদ স্পেশাল বেঞ্চ বসে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামামো-সহ একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


















