Abhishek Banerjee:'কেন্দ্রীয় বঞ্চনায় ভুক্তভোগীদের নিয়ে যেতে হবে সংসদ ভবনের কাছে' নির্দেশ অভিষেকের
'কেন্দ্রীয় বঞ্চনায় বাংলার ভুক্তভোগীদের কাল নিয়ে যেতে হবে সংসদ ভবনের কাছে' দিল্লিতে মন্ত্রী-সাংসদ-নেতৃত্বের সঙ্গে রণকৌশল বৈঠকে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'বাংলার ভুক্তভোগী মানুষদের দেখাতে হবে, কীভাবে তাঁদের টাকা নিয়ে মোদি সরকার নতুন সংসদ ভবন করেছে। একটি সংসদ ভবন থাকা সত্ত্বেও কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করেছে মোদি সরকার। কেন্দ্রীয় বঞ্চনার জেরে মানুষের জীবন কতটা বিপর্যস্ত, নবজোয়ার কর্মসূচির সময় উপলব্ধি করেছি। নবজোয়ার কর্মসূচির সময় জেলায় জেলায় গিয়ে মানুষের অভাব-অভিযোগ শুনেছি। তখনই সিদ্ধান্ত নিই, দিল্লিতে গিয়ে প্রতিবাদ করতে হবে। প্রশাসনের কাছে আমরা কর্মসূচির অনুমতি চেয়েছিলাম। কিন্তু, সমস্ত অনুমতি বাতিল করে দিয়েছে। যন্তরমন্তরে কর্মসূচির জন্য মৌখিক অনুমতি মিললেও লিখিত কোনও অনুমতি দেয়নি' দিল্লিতে মন্ত্রী-সাংসদ-নেতাদের সঙ্গে রণকৌশল বৈঠকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়