Adhir Chowdhury: 'চুল্লু খেয়ে উল্লু হয়ে যা খুশি তাই করবে বাংলার মানুষ মানবে না: অধীর চৌধুরী
ABP Ananda Live: বিরোধীরা বলছে, এই দায়সারা ক্ষমা চেয়ে লাভ নেই। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলছেন, "আমি তো বলব ঘাড় ধরে থানায় এখনই ভরে দেওয়া উচিত। SP বাঁচাতে চাইছেন। ঘাড় ধরে থানায় ভরে দাও আগে। পুলিশকে যদি তার মাকে নিয়ে গালাগালি শুনতে হয়, সমাজ মাধ্যমে তাহলে সেই পুলিশের মর্যাদা সমাজের কাছে থাকবে কী ? মমতা ব্যানার্জি পুলিশমন্ত্রী তাঁর জবাব দেওয়া দরকার।"
কলকাতায় ব্যবসায়ী অপহরণের ঘটনায় গ্রেফতার ৫
কলকাতায় ব্যবসায়ী অপহরণের ঘটনায় গ্রেফতার ৫। যাদবপুরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে। ২৮ মে ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা চেয়ে ফোন করে অভিযুক্তরা। ব্যবসায়ীকে নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে আসতে বলা হয় । ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে ব্যবসায়ীর স্ত্রী। অনলাইনে অভিযুক্তদের ১০ হাজার টাকাও পাঠান তিনি। সেই সূত্র ধরে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।


















