(Source: ECI/ABP News/ABP Majha)
10tay 10dik Seg 2: কার্টুনকাণ্ডের ১১ বছর পরে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মামলা থেকে অব্যাহতি দিল আলিপুর আদালত। ABP Ananda Live
কার্টুনকাণ্ডের ১১ বছর পরে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে (Ambikesh Mahapatra) মামলা থেকে অব্যাহতি দিল আলিপুর আদালত (Alipur Court) । ২০১২ সালের ১২ এপ্রিল, অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় যে এফআইআর হয়েছিল, সেই মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি। ২০২১-এর ১৪ সেপ্টেম্বর, আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে ব্যঙ্গচিত্র সংক্রান্ত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান অম্বিকেশ মহাপাত্র। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন আলিপুরের সিজেএম। এরপর অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র নতুন করে আলিপুর আদালতের অ্যাডিশনাল সেশন জাজের এজলাসে আবেদন জানান। সেই মামলায় রায়ে বলা হয়েছে, ২০১২ সালে অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেই মামলা থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়া হল। আদালতের রায়ের এই কপি ফেসবুকে পোস্ট করেন অধ্যাপক। তিনি ফেসবুকে লেখেন, ১১ বছর পরে ব্যঙ্গচিত্রকাণ্ডের ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতি পেলাম। রাজ্য পুলিশ, প্রশাসন, শাসকদল এবং দুষ্কৃতীদের বাধা সত্বেও এই জয়। এটা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়।