Aaj Banglay: নিজের বিধানসভা কেন্দ্রেই পিছিয়ে পড়লেন অগ্নিমিত্রা পাল | Bangla News
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিজেপির তরফে, তাঁর যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন, সেই অগ্নিমিত্রা পাল আবার আসানসোল দক্ষিণের বিধায়কও। সেই আসন পিছিয়ে পড়লেন তিনি।
তৃণমূলে যোগদানের পর বালিগঞ্জ থেকে লড়ে জিতলেন বাবুল সুপ্রিয়। তবে অনেকটাই নামল তৃণমূলের ভোটের গ্রাফ। গত বিধানসভা ভোটে বালিগঞ্জ বিধানসভায় পঁচাত্তর হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন সুব্রত মুখোপাধ্যায়। তিনশো উনপঞ্চাশ দিন পরে বালিগঞ্জ উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে সেই ব্যবধান নেমে এল কুড়ি হাজারের ঘরে!
বেহালার চড়কতলার পর এবার বৌবাজারের জাকারিয়া স্ট্রিটে ধুন্ধুমার। তৃণমূল কাউন্সিলরের উপর হামলার অভিযোগ উঠল নির্দল কাউন্সিলরের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযুক্তর দাবি, দুষ্কৃতীদের এনে হামলা চালান তৃণমূল কাউন্সিলরই। দু’পক্ষের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দলের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতিকে না ডাকার অভিযোগ! কারণ জানতে চাইলে তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের মারধরের অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। ডায়মন্ডহারবারের এই ঘটনা নিয়ে শাসকদলকে খোঁচা দিয়েছে বিজেপি।
শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগের ঘটনাতেও সিবিআই তদন্তের দাবিতে সরব হল বিরোধীরা। আজ নির্যাতিতার গ্রামে গেল বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধি দল। থানায় ডেপুটেশন বামেদের। যদিও তৃণমূলের বক্তব্য, নাটক করছে বিরোধীরা।
দার্জিলিঙের মকাইবাড়িতে চলন্ত গাড়িতে ‘ধর্ষণের চেষ্টা’, প্রাণে বাঁচতে মহিলার ঝাঁপ। চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে থানায় গেলেন নির্যাতিতা। চলন্ত গাড়িতে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১।
নদিয়ার ধানতলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন করেছে নির্যাতিতার পরিবার।