Khejuri News: খেজুরিতে পঞ্চায়েতের বোর্ড গঠনে বোমাবাজির অভিযোগ, পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ। ABP Ananda Live
খেজুরিতে পঞ্চায়েতের বোর্ড গঠনে বোমাবাজির অভিযোগ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ। 'রাজ্য পুলিশের সঙ্গে সিআরপিএফ-এর নিরাপত্তায় হবে বোর্ড গঠন'। 'রাজ্য সিআরপিএফ-এর জন্য কেন্দ্রের কাছে সাহায্য চাইবে, জেলার পুলিশ সুপার নিরাপত্তার দায়িত্বে থাকবেন'। 'আগের দিনের চাইতে বেশি পরিমাণে রাজ্য পুলিশের কর্মী মোতায়েন করতে হবে', নির্দেশ আদালতের। বিডিও অফিসের পরিবর্তে জেলাশাসকের দফতরে হবে বোর্ড গঠনের সভা, নির্দেশ আদালতের। মামলায় এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট যুক্ত করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। আইনজীবীর মোবাইল ফোনে বোমাবাজির ফুটেজ দেখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। 'আপনাদের কি মনে হয় না যে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে ?' 'আদালত মামলাকারীদের নিরাপত্তার নির্দেশ দিয়েছিল' 'মামলাকারীরা যদি এফআইআর। দায়েরের ক্ষেত্রে কোনও ভুল করেও থাকেন পুলিশ কি করছিল ?', মন্তব্য বিচারপতির। 'এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট যুক্ত করেননি কেন? ইন্ডিয়ান এক্সপ্লোসিভ অ্যাক্ট দেওয়ার মানে কি?' আদালতে উপস্থিত পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করুন, রাজ্যকে প্রশ্ন বিচারপতির। '২টি আইনের মধ্যে পার্থক্য বুঝতে পারছে না পুলিশ ?' 'পুলিশ কি সত্যিই বুঝতে পারছে না, নাকি নির্বোধ সেজে থাকার ভান করছেন ?', খেজুরিকাণ্ডে পুলিশের ভূমিকায় প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তের। আদালতকে বোকা ভাবার কোনও কারণ নেই, মন্তব্য বিচারপতির'যেখানে মানুষের প্রাণ সংশয় আছে সেখানে পুলিশের এই ভূমিকা ?', প্রশ্ন বিচারপতির