Ananda Live: কয়লা পাচারকাণ্ডে এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে তলব করল সিবিআই ।Bangla News
রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকেই আচার্য চেয়ে মন্ত্রিসভার অনুমোদন। রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে চায় সরকার। ‘রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী’। সিদ্ধান্ত বেআইনী বলে দাবি করেছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
কলেজে প্রিন্সিপালের চেয়ারে বসে তৃণমূল বিধায়ক। পাশে সোফায় বসে অধ্যক্ষা। শান্তিপুর কলেজের এই ছবি প্রকাশ্যে এসেছে বিজেপি ওয়েস্ট বেঙ্গল নামে একটি ফেসবুক পেজে। ছবিতে দেখা যাচ্ছে, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কলেজে প্রিন্সিপালের চেয়ার বসে আছেন। পাশে সোফায় বসে রয়েছেন অধ্যক্ষা চন্দ্রিমা ভট্টাচার্য।
কয়লা পাচারকাণ্ডে এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে তলব করল সিবিআই । আনতে বলা হয়েছে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড । আনতে বলা হয়েছে তৃণমূল বিধায়কের ব্যাঙ্ক স্টেটমেন্টও, খবর সিবিআই সূত্রে। বিধায়কের নামে কোনও কোম্পানি থাকলে, সেই সংক্রান্ত সমস্ত নথিও আনতে বলা হয়েছে।