Top News: হত পঞ্জাবের ২ গ্যাংস্টার কলকাতায়, কীভাবে কলকাতা কানেকশন ?
পঞ্জাবে (Punjab) একের পর এক অপরাধ করে কীভাবে বাংলায় গা ঢাকা দুই গ্যাংস্টারের? একটি এজেন্সির মাধ্যমে নিউটাউনের (Newtown) সাপুরজি আবাসনে ভাড়া। সিআইটি রোডের বাসিন্দা ইন্টেরিয়র ডিজাইনারের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই ফ্ল্যাটের মালিকের সন্ধান পেয়েছে পুলিশ। '১০ হাজার টাকা মাসিক ভাড়ায় ১১ মাসের চুক্তিতে ২৩ মে থেকে আবাসনের ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়', দাবি আবাসনের ফ্ল্যাটের মালিকের ভাইয়ের। অন্যদিকে বঙ্গ জয়ের পর এবার দিল্লি থেকে মোদি হঠানোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে আজই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে করে পশ্চিমবঙ্গে গণতন্ত্র হরণের অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। নারদে গ্রেফতারি থেকে বাঁচতে দিল্লিতে দরবার, ট্যুইটে কটাক্ষ কুণাল ঘোষের।



















