WB By Elcetion 2024 : উপনির্বাচনে জেলায় জেলায় অশান্তির ছবি, কোথাও চলল গুলি, কোথাও গাড়ির ভাঙচুর
ABP Ananda Live : মাত্র ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ছিল কাল। কিন্ত তাও শান্তিপূর্ণ নির্বাচন হল না। দেশের অন্যান্য প্রান্তে কোথাও বিধানসভা ছিল কোথাও উপনির্বাচন। কোথাও কোনও গন্ডগোলের ছবি এল না কিন্তু বাংলায় ফের রক্তরক্তি, খুনোখুনি হয়ে গেল। একই দিনে ঝাড়খণ্ড, কেরল-সহ একাধিক রাজ্য়ে উপনির্বাচন হল, সেখানে কোনওরকম অশান্তি না হলেও, এ রাজ্য় কিন্তু সেই ভিন্নপথেই হাঁটল! মাত্র ছটা কেন্দ্রে ভোট, সেখানেও জেলায় জেলায় হিংসা ও অশান্তি হল। হুমকি, ভাঙচুর বাদ গেল না কিছুই। নৈহাটিতে যখন ভোট চলছে, তখন পাশের ভাটপাড়ায় গুলি চালিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে! এবার দক্ষিণ ২৪ পরগনাতেও ট্যাব কেলেঙ্কারিতে বিহার-যোগ। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে। জেলার ২৫-৩০টি স্কুলের প্রায় সাড়ে তিনশো পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। চলে গেছে বিহারে। গরমিলের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা। এই তালিকায় রয়েছে সাগর, গোসাবা, কুলপি, কুলতলি, মগরাহাট, সোনারপুর, বারুইপুর, বজবজ ও মহেশতলার একাধিক স্কুল। এছাড়া, জেলার প্রায় চারশো পড়ুয়ার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। ট্যাব নিয়ে অভিযোগের পাহাড় জমছে। স্কুলগুলিকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। ইতিমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিতকুমার গুপ্ত।