Anirban Mitra : প্রকাশ পেল চিত্রগ্রাহক অনির্বাণ মিত্রের নতুন বই- 'দ্য় গভর্নমেন্ট হাউসেস এন্ড এসটেটস অফ বেঙ্গল'
ABP Ananda LIVE : একই মলাটে বন্দি স্থাপত্য়ের একাল ও সেকাল। ব্রিটিশরা যে জায়গা থেকে শাসনকাজ পরিচালনা করত কলকাতার এমনই সব স্থাপত্য়ের সেই সময় ও এই সময়ের ছবি সংগ্রহ করেছেন এবং ক্য়ামেরাবন্দি করেছেন চিত্রগ্রাহক অনির্বাণ মিত্র। আর তা স্থান পেয়েছে, তাঁর বই - দ্য় গভর্নমেন্ট হাউসেস এন্ড এসটেটস অফ বেঙ্গল-এ।
পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ
পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ। প্রধানমন্ত্রীর সফরের ২দিনের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকবেন অমিত শাহ। হোটেলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনার কথা। কাল সকাল ১১.১৫: প্রথমে রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুর ২.১৫: নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। বিকেল ৪: স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা। তারপরে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।

















