Anubrata Mondal: পুলিশি তলবে কি হাজিরা দেবেন বিক্রমজিৎ? পুলিশকে হুমকি, সাসপেন্ডেড TMCP নেতাকে তলব
ABP Ananda LIVE :পুলিশকে হুমকি, সাসপেন্ডেড TMCP নেতাকে তলব। অনুব্রতর পর এবার বিক্রমজিৎ সাউকে তলব। বীরভূমের সাসপেন্ডেড TMCP জেলা সভাপতিকে সিউড়ি থানায় তলব। সকাল ১০টায় হাজিরার নির্দেশ সিউড়ি থানার। পুলিশি তলবে কি হাজিরা দেবেন বিক্রমজিৎ? বোলপুর থানার আইসিকে অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের পর ভিডিও পোস্ট বিক্রমজিতের। সাসপেনডেন্ড TMCP নেতা বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের সিউড়ি থানার।
বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। সপ্তাহের শেষে ফের বাড়বে তাপমাত্রা।
আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় থমকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময় ১০ই জুন পার হয়েই বঙ্গের দক্ষিণভাগে আসবে বর্ষা, ইঙ্গিত আবহাওয়া দফতরের। ১২ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।



















