Anubrata Mondal : 'শাসকদল তার নেতাকে বাঁচানোর চেষ্টা করছে', অনুব্রত প্রসঙ্গে বললেন ভারতী ঘোষ
ABP Ananda LIVE: কুকথাকাণ্ডে পুলিশের জবাবে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। অনুব্রতকাণ্ডে জাতীয় মহিলা কমিশনের চিঠির উত্তর বীরভূমের পুলিশ সুপারের। বোলপুর থানার আইসির মা ও স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ। অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল হওয়ার পর ডিজিকে চিঠি পাঠায় NCW। কী কী পদক্ষেপ করা হয়েছে, জানতে চায় মহিলা কমিশন । মহিলা কমিশনের চিঠির উত্তর দিলেন বীরভূমের পুলিশ সুপার । চিঠির উত্তরে খুশি নয় NCW, জানালেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। 'বোলপুর থানার IC-র অভিযোগে ভিত্তিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু'। 'ঘটনার তদন্ত করছেন বোলপুরের SDPO'। 'অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হয়েছে'। 'জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত মণ্ডলকে'। NCW-র চিঠির উত্তরে জানালেন বীরভূমের SP।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বাংলাদেশি ভোটারের খোঁজ
বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ ভারতের ভোটার! দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বাংলাদেশি ভোটারের খোঁজ। বাংলাদেশে অগাস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অভিযুক্ত নিউটন দাস। বাংলাদেশের আন্দোলনে নিউটনের যোগ দেওয়ার ছবি ভাইরাল। নিউটন দাস বাংলাদেশেরও ভোটার, স্বীকার নিউটনের দাদার। কিছুদিন আগেও কাকদ্বীপের সুভাষনগরে থাকতেন নিউটন, দাবি দাদার। কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের। নিউটন কাকদ্বীপের TMCP কর্মী, দাবি বিরোধীদের। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন, অভিযোগ বিরোধীদের। স্থানীয় TMCP নেতা দেবাশিস দাসের সঙ্গে নিউটনের ছবি ঘিরে বিতর্ক।

















