![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Arabul Islam: পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে শান্তির বার্তা তৃণমূল নেতা আরাবুল ইসলামের
এ যেন উলটপুরাণ। পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে ভাঙড়ে শান্তির বার্তা তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam )।
ভাঙড়ের মাঝেরহাট গ্রামে বিধায়ক নৌশাদ সিদ্দিকির ( Naushad Siddiqui ) পাড়ায় তৃণমূলের দেওয়াল দখল করে নেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। তৃৃৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আরাবুল বার্তা দেন, মারপিটের দরকার নেই। দেওয়াল লিখন নিয়ে ভাঙড়ে যেন কোনও অশান্তি না হয়।
আইএসএফের পাল্টা দাবি, একুশের বিধানসভা ভোটের পর তাদের দেওয়াল তৃণমূলই দখল করে নেয়। দেওয়াল নিয়ে কিছু যায় আসে না, মানুষের মনে আছি। তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ আইএসএফের।
এর আগে বারবার বিরোধীদের উদ্দেশে হুঙ্কার ছেড়েছেন আরাবুল ইসলাম। কিছুদিন আগে তিনি বলেন, ' তৃণমূলের নামে যারা খারাপ ভাষা ব্যবহার করবে তাদের ধরে এনে হাত পা গুঁড়ো করে দিতে হবে।' আইএসএফের উদ্দেশে আগেও নানবিধ দাওয়াই দিয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক। দিয়েছেন, বিধায়ক নৌশাদ সিদ্দিকির চামড়া তুলে নেওয়ার হুমকি ! এবার আর হুঙ্কার-হুমকির লাইনে না হেঁটে, তিনি দিলেন শান্তির বার্তা ।
অন্যদিকে রবিবারই, বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারাবৈদ্য গ্রামের শতাধিক কর্মী, সমর্থক। দলবদলের পরেই তৃণমূলের অঞ্চল অফিস দখল করে নেয় আইএসএফ। তাঁদের অভিযোগ, ১০ লক্ষ টাকায় পঞ্চায়েতে তৃণমূলের টিকিট বিক্রি করেছেন বিধায়ক। টিকিট দেওয়ার টোপ দিয়ে ৩ বছর ধরে সংগঠনের কাজ করিয়েছে, টাকাও নিয়েছে।
![WB News : 'এর দায় সরকারকে নিতে হবে', কোটা দুর্নীতি প্রসঙ্গে বিস্ফোরক তমোনাশ চৌধুরী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/04/4343512384b0113b87d06787d0d8bf511733333085993967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![WB News : সিট বিক্রিতে টাকার খেলা? কোটা-দুর্নীতির তদন্তে অভিযান, ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/04/4f450b198c758659f4c2af97f75d66a11733332196899967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh News : মালদার কোনও হোটেলে ঠাঁই দেওয়া হবে না বাংলাদেশি পর্যটকদের। প্রতিবাদের ঝড় এই রাজ্যে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/04/0cabae56a9dcf3257c64decb1bb615b11733330128433967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh News : 'সবসময় আতঙ্কে থাকতে হয়', মহিলাদের উপর অত্যাচার ! নীরব বাংলাদেশ সরকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/04/749b6333d2c787a978f1da0a2cfc71811733329541972967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB News : 'রাজশেখরণ হয়তো ভাইপোর লোক ছিল তাই সরানো হল', কটাক্ষ সুকান্তর। পাল্টা কী বললেন কুণাল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/04/8d08a33b90ffb6cbd527d467f9ee8fb01733328387957967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)