Ariadaha Incident: প্রথম অপরাধ নয়, আগেও গুলি চালানোর অভিযোগে জেল খেটেছে আড়িয়াদহকাণ্ডের জয়ন্ত
ABP Ananda LIVE: মা-ছেলেকে গণপিটুনির ছবি প্রকাশ্য়ে আসতেই তোলপাড় শুরু হয়েছে। তবে এবারই প্রথম নয়, গতবছর গুলি চালানোর অভিযোগ উঠেছিল, কামারহাটির তৃণমূল কর্মী জয়ন্ত সিংহ ও শাগরেদদের বিরুদ্ধে। তখন গ্রেফতারও হয়েছিলেন। কিন্তু, বছর ঘুরতে না ঘুরতেই গণপিটুনির ঘটনায় অভিযুক্ত হলেন প্রভাবশালী-ছত্রছায়ায় থাকা জয়ন্ত সিংহ।
আরও খবর..
আড়াইশো বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। ১৭৭৬ সালে রানি জানকীদেবী মিলনমেলার উদ্দেশ্যে এই রথযাত্রার সূচনা করেন। আগে ১৭ চূড়ার রথ ছিল। এখন ১৩ চূড়ার রথ। লোহার পাত দিয়ে মোড়া রথের মোট ৩৪টি চাকা আছে।মহিষাদলের রথের উচ্চতা প্রায় ৪০ ফুট।
সরকারি জমিতে দখলদার উচ্ছেদ অভিযানের মাঝেই এবার নলহাটিতে পুকুর ভরাটের অভিযোগ উঠল। ৩ নম্বর ওয়ার্ডের খালাসিপাড়া মাটি ফেলে ওই পুকুর রাতারাতি বুজিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
![Job Seekers News: চাকরি চেয়ে ফের পথে, সল্টলেকে চপ ভেজে প্রতিবাদ TET উত্তীর্ণদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/5777c5676e32086dcd6a24e885c0212d1739298059194535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kalyan on Sitharaman : 'অর্থমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতদুষ্ট', সীতারামনকে পাল্টা কল্যাণের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/bf1a440b9ae069626eda552e6e8215111739297615994535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Budget:'৩ শতাংশ DA বৃদ্ধি হতে পারে !', মমতার-সরকারের বাজেটের আগে শুভেন্দুর মুখে সম্ভাব্য তালিকা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/2c3af8e2f6eb7bd8c348382916fc80a91739296889811535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Nirmala on TMC : 'দলের নামের সঙ্গে মিল রেখে তৃণমূলস্তর থেকেই দুর্নীতি !', আক্রমণে সীতারামন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/af3136bf5e044eb1d962b166815a2bfc1739296332395535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Government Holiday :রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, চলতি সপ্তাহে টানা ৪ দিন সরকারি ছুটি !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/4b242cae62e8b69cc547855b6c7e60b01739295656197535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)