WB Budget:'৩ শতাংশ DA বৃদ্ধি হতে পারে !', মমতার-সরকারের বাজেটের আগে শুভেন্দুর মুখে সম্ভাব্য তালিকা ?
ABP Ananda LIVE : ছাব্বিশের ভোটের আগে কাল মমতা বন্দ্যোপাধ্যায়-সরকারের শেষ বাজেট। আগামীকাল বিকেল ৪: বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে বাজেট পাস করাতে বিধানসভাতেই হবে মন্ত্রিসভার বৈঠক। তবে তার আগেই জোর কটাক্ষ শুভেন্দুর।
এদিন শুভেন্দু বলেন, 'বাংলার মানুষের চাহিদা মতো কিছু না থাকলে, শুধু ভাতা বাড়িয়ে হবে না। ৫০০ টাকার ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। কালকে ৩ শতাংশ DA বৃদ্ধি থাকতে পারে। হয়তো আমি বলার পর ওটা ৪ শতাংশ হয়ে যেতে পারে। আমরা কেন্দ্রীয় হারে চাই। চাকরির কোনও গল্প থাকবে না। শিল্প নিয়ে কালকে থাকবে।'
Mahakumbh 2025: মহাকুম্ভের পথে রওনা, মাঝে বাস দাঁড়াতেই রাস্তা পার পুরুলিয়ার ৩ বাসিন্দার, আচমকা উল্টোদিকের আসা গাড়িতে সব শেষ !
ফের এল মর্মান্তিক খবর। ইতিমধ্যেই কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর এসেছে। আর এবার কুম্ভমেলা যাওয়ার পথে দুর্ঘটনায় পুরুলিয়া টামনা থানার গোপলাডি গ্রামের তিন জনের মৃত্যু !

















