TMC News: লাউদোহায় ভুয়ো ভোটার ধরতে বিস্ফোরক পাণ্ডবেশ্বরের বিধায়কের | ABP Ananda Live
ABP Ananda LIVE: 'ভূত' ধরতে এবার হাত-পা ভাঙার দাওয়াই! লাউদোহায় ভুয়ো ভোটার ধরতে বিস্ফোরক পাণ্ডবেশ্বরের বিধায়কের । 'বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই' । 'পাণ্ডবেশ্বরে ভুয়ো ভোটার ভোট দিয়ে গেলে, তার হাত-পা কি গোটা থাকবে?' 'হরিয়ানা থেকে এসে বাংলায় ভোট দিয়ে যাবে, আমি বসে থাকব' । হুঁশিয়ারি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের নরেন্দ্রনাথ চক্রবর্তীর।
রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যখন হাজার প্রশ্ন, তখনই পুরুলিয়া জেলায় স্বাস্থ্য দফতরের নিয়োগের ভুয়ো নিয়োগপত্র সামনে এল। হোয়াটসঅ্যাপে নিয়োগের ভুয়ো নির্দেশ ঘিরে চাঞ্চল্য তৈরি হল পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে 'রাতের সাথী ভলান্টিয়ার' হিসেবে ১৩ জনকে চাকরিতে যোগ দেওয়ার ভুয়ো নথি আসে সুপারের হোয়াটসঅ্যাপে। পরে তিনি CMOH-এর সঙ্গে যোগাযোগ করায় গোটা বিষয়টি সামনে আসে। কে বা কারা এই ভুয়ো নথি পাঠিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা।
ঠিক কী হয়েছে?
ভুয়ো নিয়োগপত্র এর সুপারিশ সংক্রান্ত একটি চিঠি তাকে দেওয়া হয়েছে এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। যদিও ভুয়ো ওই নিয়োগপত্র দেওয়ার নির্দেশিকায় লেখা রয়েছে নিম্ন লিখিত ১৩ জনকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে রাতের সাথী প্রকল্পের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করা হয়েছে। এবং ওই প্যাডে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়। নিচে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর সই ও স্ট্যাম্প রয়েছ।




















