Bagda TMC News: বাগদায় শান্তনুর কাছে হার, সেই আসনেই জিতলেন মমতার মেয়ে, কী বললেন এই তৃণমূল নেতা?
তেরো বছর পর বাগদায় ঘাসফুল। জয়ী মধুপর্ণা ঠাকুর। বিজেপি প্রার্থীর পিছনে জয় বাংলা স্লোগান তৃণমূলের। বাগদায় শান্তনুর কাছে হার, সেই আসনেই জিতলেন মমতার মেয়ে, কী বললেন এই তৃণমূল নেতা? ভোট গণনার দিনও কাউন্টিং সেন্টারে তৃণমূলের জয় বাংলা স্লোগানের মুখে পড়লেন বাগদা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। কাউন্টিং হলের মধ্যে জয় বাংলা স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরা, অভিযোগ বিজেপি প্রার্থীর কাউন্টিং এজেন্টের। ভোটের দিনও তৃণমূলের জয় বাংলা স্লোগানের মুখে পড়েন বাগদার বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)