Bangladesh News: খুব তাড়াতাড়ি ইস্তফা দিতে পারেন মহম্মদ ইউনূস ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশে ফের রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা । খুব তাড়াতাড়ি ইস্তফা দিতে পারেন তদারকি সরকারের প্রধান । দ্রুত সাধারণ নির্বাচন করানোর জন্য ইউনূসের উপর চাপ বাড়ছে, খবর সূত্রের । ইউনূসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের ভিতরে অশান্তি চরমে, খবর সূত্রের । সরকার চালাতে গিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর ক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া হচ্ছে না, অভিযোগ সেনার । সেনাকর্তাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন ওয়াকার উজ জামান । চলতি বছরের শেষে বা পরের বছরের শুরুতে বাংলাদেশে নতুন সরকারের গঠন চাইছে বাংলাদেশ সেনা, খবর সূত্রের
আরও খবর...
সুপ্রিম কোর্টে চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোর ধাক্কা । র্যাঙ্ক 'জাম্প' চাকরিহারাদের পর OMR-এ চিহ্নিত 'অযোগ্যদেরও' ধাক্কা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট । 'CBI-র উদ্ধার করা OMR এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য' । নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে সুপ্রিম কোর্টে আবেদন । এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ । 'মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন'। 'নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন' । 'যারা ধন্ধ তৈরি করতে চান, তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন' । তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই: সুপ্রিম কোর্ট



















