Bangladesh: সীমান্তে লাগাতার উস্কানি বাংলাদেশের, ফের আক্রান্ত বিএসএফ
ABP Ananda Live: সীমান্তে লাগাতার উস্কানি বাংলাদেশের, ফের আক্রান্ত বিএসএফ । মাথাভাঙা ১ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে আক্রান্ত বিএসএফ । বিএসএফের ওপরে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আত্মরক্ষার্থে গুলি চালাল বিএসএফ।
রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ED-র দাবি, যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা, সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না
এদিকে, রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ED-র দাবি, যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা, সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না। ED সূত্রে খবর, ধাপা দুর্গাপুরের বাসিন্দা, তৃণমূল নেতা তারক মণ্ডলই অভিযোগকারী ছিলেন। চলতি মাসের গোড়ায় নোটিস পাঠালেও তিনি হাজিরা দেননি, ফোনেও সাড়া মেলেনি। ED-র অনুমান, ভবানীপুর থানায় তারক অভিযোগ জানালেও, তাঁর পিছনে অন্য কেউ রয়েছে। বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে ধাপার ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, মনে করছেন ED-র আধিকারিকরা।

















