Bankura: বাঁকুড়ায় মাঝরাস্তায় বাস থেকে নামিয়ে খুনের হুমকি শিক্ষিকাকে, আটক অভিযুক্ত।Bangla News
বাঁকুড়া থেকে বর্ধমানে ফেরার পথে, মাঝরাস্তায় বাস থেকে নামিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। বাসে বসেই প্রাণসংশয়ের আশঙ্কা জানিয়ে নিজের গাড়িচালকের বিরুদ্ধে অধ্যাপিকার ফেসবুক পোস্ট। গতকাল বর্ধমান-আরামবাগ রোডে একটি বেসরকারি বাস থেকে অধ্যাপিকাকে উদ্ধার করে পুলিশ। আটক অভিযুক্ত গাড়িচালক।
মহিলার দাবি, গাড়িচালকের সঙ্গে তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। অভিযোগ, গত মার্চ মাসে চালক তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এরপর গতকাল অধ্যাপিকাকে মারধরও করা হয়। অধ্যাপিকার অভিযোগ, কর্মসূত্রে গতকাল বাঁকুড়া থেকে ফেরার পথে, গাড়িচালকের কাছ থেকে খুনের হুমকি পান। এরপরই ফেসবুকে প্রাণসংশয়ের আশঙ্কা জানিয়ে পোস্ট করেন ওই অধ্যাপিকা। ফেসবুক পোস্ট দেখে বিষয়টি জানতে পেরে তত্পর হয় বর্ধমান থানার পুলিশ।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
