Ananda Sokal seg4: হাইকোর্টে বিশৃঙ্খলার আঁচ দিল্লিতেও, অভিযোগ পেয়ে সক্রিয় বার কাউন্সিল অব ইন্ডিয়া
হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলা, আঁচ দিল্লিতেও। আইনজীবীদের একাংশের অভিযোগ পেয়ে সক্রিয় বার কাউন্সিল অব ইন্ডিয়া। আসছে ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। প্রতিনিধি দলে থাকছেন রবীন্দ্র রায়জাদা, অশোক মেহতা এবং বন্দন কউর গ্রোভার. হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন তাঁরা। বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের সঙ্গেও হবে কথা। কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সংগ্রহ করা হবে সিসি ক্যামেরার ফুটেজ, অন্যান্য ছবি । ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশ করবে টি।
বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টার, এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ ঘিরে বিতর্কের রেশ বহুদূর গড়িয়েছে। বিষয়টি নিয়ে আদালত অবমাননার রুল জারি করে, নির্দেশনামায় কড়া মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিশৃঙ্খলার কড়া সমালোচনা করেছে বিরোধীরাও।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ ইস্যুতে ফের বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কেন স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। পাল্টা এই ইস্যুতে কুণাল ঘোষের সমালোচনা করেছে বিরোধীরা।
এর আগে ২ বার গ্রেফতার হয় সন্দেহভাজন জঙ্গি আব্দুল রকিব কুরেশি।জেরায় কলকাতা পুলিশের STF-এর হাতে উঠে এল নতুন তথ্য।
গোয়েন্দাদের দাবি, চলতি মাসেই বিহার বা দিল্লিতে দেখা করার পরিকল্পনা ছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি আবদুল রকিব কুরেশি। সেখানে বসেই সংগঠন বাড়ানো এবং কোথায় নাশকতা চালানো হবে, তা স্থির করা হবে বলে সিদ্ধান্ত নেয়।