Sandeshkhali Incident: সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে থানায় রাজ্য পুলিশের ডিজি
শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ সন্দেশখালির, ক্ষোভ পুলিশের বিরুদ্ধেও । জমি দখল, দুর্নীতি, ধর্ষণ, নির্যাতনের মতো ভুরিভুরি অভিযোগ শেখ শাহাজাহান বাহিনীর বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেন সন্দেশখালির বাসিন্দারা। পুলিশের সামনেই মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে ছুড়ে ফেলার অভিযোগ করেন এক বিজেপি কর্মীর পরিবারের। এমনকী, অভিযোগকারিণীর বাড়িতেই পুলিশের পোশাকে হামলার অভিযোগও ওঠে। ভুরি ভুরি অভিযোগের মধ্যেই সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সন্দেশখালি থানায় পুলিশ কর্তাদের বৈঠক। ৪৮ দিন পরেও অধরা সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেফতার হলেও কোথায় শেখ শাহজাহান? গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখে কী পদক্ষেপ পুলিশের? সরেজমিনে খতিয়ে দেখতে সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি: সূত্র