BGBS 2025: 'বাংলায় শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ', বললেন মুকেশ অম্বানি
ABP Ananda Live: শিল্পের খোঁজে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বাংলায় শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ, বললেন মুকেশ অম্বানি। বাংলা মানে বাণিজ্য, এখানে লগ্নির ভাল পরিবেশ। বাংলায় রিলায়েন্স গোষ্ঠীর ৫০ হাজার কোটির বিনিয়োগ। জিও ডেটা ব্যবহারে কলকাতা দেশের মধ্যে প্রথম। বাংলায় বিনিয়োগ দ্বিগুণ করার আশ্বাস মুকেশ অম্বানির। সোনার বাংলার জন্য সোলার বাংলা তৈরি রিলায়েন্সের লক্ষ্য। ডিজিটাল উন্নয়নে পূর্ব ভারতকে নেতৃত্ব দেবে বাংলা।'
আর জি করের নিহত চিকিৎসকের পরিবারের দায়ের করা আবেদন আপাতত হাইকোর্টের মামলার তালিকা থেকে বাইরে
আর জি করের নিহত চিকিৎসকের পরিবারের দায়ের করা আবেদন আপাতত হাইকোর্টের মামলার তালিকা থেকে বাইরে। হাইকোর্টের তালিকা থেকে আবেদন বাইরে পাঠালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । পরিবারের দায়ের করা নতুন আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, জানালেন পরিবারের আইনজীবী। 'সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করুন', নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীদের জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই তদন্তের গাফিলতি এবং উপযুক্ত তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে পরিবার। মামলা শুনতে পারেন কিনা সে বিষয়ে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্ট অথবা কলকাতা হাইকোর্ট থেকে নিয়ে আসতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ঘোষ। মামলা কলকাতা হাইকোর্টে ফেরানোর জন্য সুপ্রিম কোর্টে ইতিমধ্যে আবেদন জানিয়েছে পরিবার। আগামীকাল সেই আবেদনের শুনানির সম্ভাবনা।



















