Bhangar Incident : বাজার দখলেই ভাঙড়ে তৃণমূল নেতা হত্যা ? ভাঙড়ের ঘটনায় ফের গ্রেফতার ১
ABP Ananda LIVE : ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ফের গ্রেফতার ১ । অঞ্চল সভাপতির খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে ৫ । ধৃত রফিকুল খান ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের চকমরিচা গ্রামেরই বাসিন্দা। রফিকুলকে হাসনাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। রফিকুলের জমিতে পাঁচিল দেওয়া নিয়ে একসময় রাজ্জাকের সঙ্গে গন্ডগোল হয়েছিল, খবর পুলিশ সূত্রে। রাজ্জাক খানকে খুনের চক্রান্ত ও খুনের ঘটনায় রফিকুলের প্রত্যক্ষ যোগ রয়েছে: পুলিশ। পুরনো শত্রুতার জেরে বদলা নিতেই খুন প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আগেই খুনের মাস্টারমাইন্ড তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল গ্রেফতার করা হয় আজহারউদ্দিন মোল্লা, জাহান আলি খান ও রাজু মোল্লাকে।
ফুঁসছে নিম্নচাপ, বঙ্গে ভারী বৃষ্টি। কলকাতার ৯০ কিলোমিটার উত্তরে গভীর নিম্নচাপ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ।
আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ঝড় ও বৃষ্টির সতর্কতা রয়েছে ৫ জেলায়। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি । ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে । আগামী ২৪ ঘণ্টা উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগ। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা । উত্তরবঙ্গের ৫ জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস



















